প্রচ্ছদ ›› খেলা

পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২১ ১৭:০১:০৭ | আপডেট: ৩ years আগে
পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব

ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝপথেই দল থেকে ছিটকে পড়েন সাকিব আল হাসান। এজন্য দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার ঘরের মাঠে আসন্ন পাকিস্তান সিরিজেও সাকিবের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ইনজুরি থেকে সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে সাকিবের। সবমিলিয়ে ফিট হতে ২-৩ সপ্তারের মতো সময় লেগে যাবে।

এর আগে গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ চলাকালীন হ্যামিস্ট্রিংয়ের চোটে পড়েন সাকিব। এরপর বোলিং করতে এসেও বার বার অস্বস্তিতে ভুগছিলেন তিনি। ব্যাটিংয়েও করেন ওপেনিং।

এরপর সাকিবকে তিনদিনের পর্যবেক্ষণে রেখেছিল বিসিবির মেডিকেল টিম। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরি থেকে সেরে না ওঠায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আগামী ১৯ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অংশ নেবে দুই দল।

টি-টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্টও খেলবে পাকিস্তান। এর মধ্যে দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।