প্রচ্ছদ ›› খেলা

পিসিবি চেয়ারম্যান হওয়ার পথে রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২১ ১০:০৯:৪৯ | আপডেট: ৩ years আগে
পিসিবি চেয়ারম্যান হওয়ার পথে রমিজ রাজা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক ও প্রখ্যাত ধারাভাষ্যকার রমিজ রাজা।

এর আগে শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পৃষ্ঠপোষক হিসেবে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান রমিজ রাজাকে পিসিবির গভর্নিং বোর্ডে মনোনীত করেন।

কিছুদিন আগেই পিসিবির চেয়ারম্যান হিসেবে তিন বছরের মেয়াদ পূর্ণ করেছেন এহসান মানি। এরপর স্বল্পমেয়াদে পিসিবি দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানান তিনি।

পাকিস্তানের সাবেক এই টেস্ট ওপেনারকে মনোনীত করার আগে এহসান মানি এবং রমিজ রাজার সঙ্গে দেখা করেন ইমরান।

এদিকে পৃষ্ঠপোষকের মনোনীত প্রার্থীরা সাধারণত পিসিবির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এর আগে এহসানও সেভাবে নির্বাচিত হয়েছিলেন।

আগামী ১৩ সেপ্টেম্বর লাহোরে পিসিবি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৯৯২ বিশ্বকাপে একইসাথে খেলেছেন ইমরান খান ও রমিজ রাজা। বিশ্বকাপের ওই আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পায় পাকিস্তান।

১৯৯৭ সালে ক্রিকেটকে বিদায় জানান রমিজ রাজা। এর আগে ৫৭ টেস্টে ২ হাজার ৮৩৩ রান এবং ১৯৮ ওয়ানডেতে ৫ হাজার ৮৪১ রান করেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক।

ক্রিকেট থেকে অবসরের পর পিসিবির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।