ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। স্পিন শক্তি বাড়াতে এদিন একাদশে আনা হয়েছে নাসুম আহমেদকে।
বুধবার দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে টস জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। এবার পালা ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার পালা।
আরও পড়ুন- মিরাজের ব্যাটে দুর্দান্ত জয় বাংলাদেশের
বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।
ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (সহ অধিনায়ক, উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল, শারদুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।