দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাত উইকেট হারিয়ে ৩১৪ রান তোলেন তামিম-সাকিবরা।
আজ ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। তিনি করেছেন সর্বোচ্চ ৭৭ রান। ভালো খেলেছেন লিটন দাস- ইয়াসির আলীও।
তবে শুরুটা ভালো না হলেও পরে যে সুর আর তালে ইনিংস বাঁধলেন দুই ওপেনার তামিম আর লিটন দাস, পরে সেই ইনিংসের বৈঠা ধরলেন সাকিব আল হাসান আর ইয়াসির আলি রাব্বি। লিটন, সাকিব, রাব্বির অর্ধশতকের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করেছে সফরকারীরা।
প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতে এটিই টাইগারদের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০১৭ সালে করে ছিল ২৭৮ রান।