কুটনৈতিক সম্পর্ক না থাকলেও আসন্ন ২০২২ বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে কাতার সফর করতে পারবে ইসরাইলি নাগরিকরা। দেশটির প্রতিরক্ষা, পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সরকার।
ইসরাইল সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে যে বিশ্বের অন্য দেশগুলোর মতো ইসরাইলের নাগরিকরাও বিশ্বকাপ চলাকালে কাতার সফর করতে এবং ম্যাচ উপভোগ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের অন্য দেশের নাগরিকদের মতো অনলাইনে টিকিট ক্রয় করে কাতার ভ্রমণের অনুমতি পাবে ইসরাইলি নাগরিকরা।