আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএল, বিপিএলসহ প্রতিটি লিগে বরাবরই সবার পছন্দের তালিকায় শীর্ষে থাকেন ক্রিস গেইল। যদিও গত দুই মৌসুমে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি গেইল। তবে আগামী মৌসুমে ফের আইপিএলে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। খবর দৈনিক মিররের।
সর্বশেষ দুটি আইপিএলে বলার মতো তেমন পারফরম্যান্স করতে পারেননি ক্রিস গেইল। ২০২১ আইপিএলে তাকে কোনো দলই কিনেনি। পরবর্তীতে পাঞ্জাব কিংস তাকে দলে নিয়েছিল। কিন্তু ১০ ম্যাচ খেলে ২১ দশমিক ৪৪ গড়ে রান করেছিলেন মাত্র ১৯৩।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দৈনিক মিররকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস গেইল বলেন, ‘গত কয়েক বছর ধরে আইপিএল যেভাবে চলছে, তাতে মনে হয়েছে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হচ্ছে না। সুতরাং আমি ভাবলাম, যা হয়েছে আমার তো কিছু করার নেই। একটা সময় আইপিএলে যথেষ্ট অবদান রাখার পরও কেউ যদি প্রাপ্য সম্মান না দেয়, তখন আমার আইপিএল খেলারই দরকার নেই। তাই আমি নিলামে নাম দিয়ে কাউকে বিরক্ত করতে চাচ্ছি না।’
যদিও আইপিএলের গত দুই মৌসুমে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি গেইল। তার ব্যাট থেকে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। তবে আগামী মৌসুমে ফের আইপিএলে দেখা যেতে পারে। শনিবার এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।
৪৩ বছর বয়সী ক্যারিবিয়ান ওপেনার বলেন, ‘আমি আইপিএলে ৩টি দলের হয়ে খেলেছি। এ দলগুলোর মধ্যে যেকোনো একটির হয়ে শিরোপা জিততে চাই। আরসিবিতে আমার আইপিএল ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছি, পাঞ্জাবও ভালো ছিল। আমি চ্যালেঞ্জ পছন্দ করি। দেখা যাক কী হয়।’