আবারো আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষ স্থানে উঠে এলেন সাকিব আল হাসান।
বুধবার র্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
যেখানে দেখা যায়, ২৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলেন বাংলাদেশ তারকা সাকিব। দুইয়ে নেমে যাওয়া নবীর রেটিং পয়েন্ট ২৪৬।
ইংল্যান্ডের মঈন আলী আগের তিনেই রয়েছেন। তবে ৪ ধাপ এগিয়ে চতুর্থস্থানে উঠে এসেছেন হাসারাঙ্গা। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল একধাপ নিচে নেমে পাঁচে অবস্থান করছেন। এছাড়া সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত খেলা ভারতের বিরাট কোহলি ও শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গাও র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন।