প্রচ্ছদ ›› খেলা

ফ্লাইট মিস করায় বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার

ক্রীড়া ডেস্ক
০৪ অক্টোবর ২০২২ ১০:৩৭:৫৫ | আপডেট: ২ years আগে
ফ্লাইট মিস করায় বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার

অস্ট্রেলিয়ায় যাওয়ার পুনর্নির্ধারিত ফ্লাইট মিস করায় ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমায়ার।

গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দেশ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ দল।

সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে দলটি। কিন্তু হেটমায়ার ওই দিন না গিয়ে সোমবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বোর্ডও তা মেনে নিয়ে ওই দিনের টিকিট বুকিং দেয়।

ফের হেটমায়ার দলকে জানান, পারিবারিক কারণে তিনি বিমান ধরতে পারছেন না। আর তাতেই এমন সিদ্ধান্ত নেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

হেটমায়ারের স্থলাভিষিক্ত হয়েছেন শামারা ব্রুকস। শিগগিরই তিনি অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়বেন।