পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রথম টি-টোয়েন্টির ম্যাচসেরা হাসান আলীকে তিরস্কার করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। কিন্তু এদিন নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছে বাংলাদেশ।
এজন্য স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে স্বাগতিকদের। অধিনায়ক মাহমুদউল্লাহসহ দলের সকল খেলোয়াড়কে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসের ১৭তম ওভারে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে আউট করার পর ড্রেসিংরুমের পথ দেখানোর অঙ্গভঙ্গি করেন বল হাতে ২২ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া হাসান আলী। কিন্তু আইসিসির আচরণবিধি অনুযায়ী এটি লেভেল- ১’র অপরাধ।
এ কারণে পাকিস্তানি পেসারকে তিরস্কার করেছে আইসিসি। ভর্ৎসনা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নীতিমালার ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী মাঠে খেলা চলাকালীন কোনো খেলোয়াড়ের আগ্রাসী মনোভাব দেখাতে পারবে না।