প্রচ্ছদ ›› খেলা

বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দিল কিউইরা

টিবিপি ডেস্ক
১২ অক্টোবর ২০২২ ০৯:৫৬:৪৫ | আপডেট: ২ years আগে
বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দিল কিউইরা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বুধবার বাংলাদেশকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৮ রান করে স্বাগতিক দল। দলের পক্ষে ডেভন কনওয়ে ৪০ বলে ৬৪ এবং গ্লেন ফিলিপস ২৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সাইফুদ্দিন ও এবাদত দুটি করে এবং শরিফুল একটি উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

এই ম্যাচে সৌম্য সরকারকে বাংলাদেশ একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাঁ-হাতি এই ব্যাটার সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন। তার জন্য মেহেদি হাসান মিরাজকে বিশ্রাম দেয়া হয়েছে।

এছাড়া তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের পরিবর্তে মোহাম্মদ সাইফুদ্দিন ও এবাদত হোসেন একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।

নিউজিল্যান্ডের একাদশেও তিনটি পরিবর্তন আনা হয়েছে। কেন উইলিয়ামসন, ব্লেয়ার টিকনার এবং মিচেল স্যান্টনারের পরিবর্তে মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ট এবং অ্যাডাম মিলনে একাদশে যুক্ত হয়েছেন।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ।