বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা নিউজিল্যান্ড ক্রিকেটার ফিন অ্যালেন করোনা টেস্টে পজিটিভ হিসেবে ধরা পড়েছেন।
মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার জন্য আজই ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
তবে ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্য হানড্রেড টুর্নামেন্ট খেলে আগেই বাংলাদেশে চলে আসেন ফিন অ্যালেন।
ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্টের প্রথম আসরে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলেছেন ফিন। টুর্নামেন্ট শেষে গত ২২ আগস্ট বাংলাদেশের মাটিতে পা রাখেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
ফিন ছাড়াও এদিন ঢাকায় চলে আসেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকা আরেক কিউই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম।
জানা গেছে, অনেক আগেই করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন ফিন অ্যালেন। এছাড়া ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার আগে করানো করোনা পরীক্ষায়ও নেগেটিভ ছিলেন এই ক্রিকেটার।
বাংলাদেশে আসার পর থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন অ্যালেন। এর মধ্যেই করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন তিনি।