প্রচ্ছদ ›› খেলা

বাংলাদেশ নারী দলের নতুন কোচ হাসান তিলকারত্নে

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২২ ১৫:৩০:২১ | আপডেট: ২ years আগে
বাংলাদেশ নারী দলের নতুন কোচ হাসান তিলকারত্নে
হাসান তিলকারত্নে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ করা হলেন হাসান তিলকারত্নে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ইতোমধ্যে দুই বছরের চুক্তি করলেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার।

হাসান তিলকারত্নে এতদিন শ্রীলংকান নারী দলের হেড কোচ ছিলেন। গত এশিয়া কাপের ফাইনালে তিনি লংকানদের ফাইনালে তুলেছিলেন। এবার বাংলাদেশের কোচ হলেন। তিনি কাজ শুরু করবেন এই নভেম্বর থেকেই। নিউজিল্যান্ড সফর হতে যাচ্ছে বাংলাদেশ দলের হয়ে হাসানের প্রথম অ্যাসাইনমেন্ট।

শ্রীলংকার হয়ে ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন হাসান তিলকারত্নে। তিনি জাতীয় দলের হয়ে ৮৩ টেস্টে ৪২.৮৭ গড়ে ৪৫৪৫ রান করেছেন।

১১টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি তার নামের পাশে। এছাড়া ২০০টি ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে ৩৭৮৯ রান করেছেন হাসান। ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটি রয়েছে।