প্রচ্ছদ ›› খেলা

বিশ্বকাপে ভরাডুবি: পদত্যাগ করলেন উইন্ডিজ কোচ

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২২ ১৪:৪৯:৩৯ | আপডেট: ২ years আগে
বিশ্বকাপে ভরাডুবি: পদত্যাগ করলেন উইন্ডিজ কোচ
উইন্ডিজ হেড কোচ ফিল সিমন্স (ফাইল ছবি)

চলমনার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভরাডুবির পর পদত্যাগের ঘোষণা দিলেন হেড কোচ ফিল সিমন্স। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরটিতে নিজেদের পারফরম্যান্সকে ‘তলাবিহীন’ হিসেবে উল্লেখ করেছেন এই কোচ।

এবারের বিশ্বকাপে এমনিতে দুইবারের চ্যাম্পিয়নরা সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নিতে পারেনি। অপরদিকে প্রথম রাউন্ডে খেলে সেখান থেকেই বিদায় নেয়। যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতলেও স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো সহযোগী দেশের বিপক্ষে হেরে তলানিতে গিয়ে ঠেকে।

সিমন্স বলেন, ‘আমরা আমাদের গর্বিত জাতিকে কষ্ট দিয়েছি। এটা হতাশজনক ও হৃদয়বিদারক, কিন্তু আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। এই আসরে খেলা ছাড়াই আমাদের দেখতে হবে। এটা চূড়ান্ত লজ্জাজনক, আমি আমাদের সমর্থক ও ফলোয়ারদের কাছে গভীরভাবে ক্ষমা চাচ্ছি।’

উইন্ডিজের হয়ে দ্বিতীয় মেয়াদে সিমন্স ২০১৯ সালে অক্টোবরে কোচে কাজ শুরু করেন। এর আগে ১৮ মাসের কোচ থাকাকালে তার অধীনে ক্যারিবিয়ানরা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে।

তার পরের মেয়াদে উইন্ডিজরা টেস্টে বেশ উন্নতি করে। বছরের শুরুতে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ ঘরে তোলে। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভালো খেলতে পারেনি তারা। ৫ ম্যাচের মধ্যে তারা ৪টিতেই হেরে যায়। আর এবার ৩ ম্যাচের ২টি হেরে বিদায়।

উইন্ডিজের হয়ে সিমন্সের শেষ কাজ হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নভেম্বরের শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।