প্রচ্ছদ ›› খেলা

বৃষ্টির পেটে ঢাকা টেস্টের তৃতীয় দিন

নিজস্ব প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২১ ১৬:৩১:১৫ | আপডেট: ৩ years আগে
বৃষ্টির পেটে ঢাকা টেস্টের তৃতীয় দিন

বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলার একটি বলও মাঠে গড়ায়নি। এদিন দুপুর ২টায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

এর আগে রোববার বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা হয়েছে মাত্র ৬ দশমিক ২ ওভার। এছাড়া প্রথম দিনের খেলাও খারাপ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হয়।

এখন পর্যন্ত ৬৩.২ ওভারে ২ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

এর আগে শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।