প্রচ্ছদ ›› খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন

ব্যর্থতা ঢাকতে মুখ লুকালেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২১ ১০:৫৯:৫৭ | আপডেট: ৩ years আগে
ব্যর্থতা ঢাকতে মুখ লুকালেন ক্রিকেটাররা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে নিজেদের খেলা ৫ ম্যাচের সব কটিতেই হেরে এরই মধ্যে দেশে ফিরতে হলো বাংলাদেশ দলকে। একেবারেই সুবিধা করতে না পারা লাল-সবুজের প্রতিনিধিরা দেশে ফিরে দেখাতে চাননি তাদের মলিন মুখ, তাই তারা মুখ লুকিয়েই ছাড়েন বিমানবন্দর।

চার নভেম্বর শেষ হয় বাংলাদেশের বিশ্বকাপ। খালি হাতেই দুই ধাপে দেশে ফিরছেন ক্রিকেটাররা। শুরুতে শুক্রবার দেশে ফেরেন শরিফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারীসহ ৮ ক্রিকেটার। সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্টের ৩ সদস্য।

এরপর সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানের। দুই ভাগে দল দেশে ফিরলেও আমিরাতে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও লিটন দাস। পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়েছেন তারা।

যারা ফিরেছেন তাদের কেউই কথা বলেননি বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। নিজ নিজ গাড়িতে মাথা নিচু করে বিমানবন্দর ত্যাগ করেন তারা। অনেকে ক্যামেরার লেন্স থেকে নিজেদের মুখ লুকানোরও চেষ্টা করেন।