প্রচ্ছদ ›› খেলা

ব্যাট-প্যাড তুলে রাখছেন তুষার ইমরান

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২১ ১৩:৪২:৫৪ | আপডেট: ৩ years আগে
ব্যাট-প্যাড তুলে রাখছেন তুষার ইমরান

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তুষার ইমরান। চলমান জাতীয় ক্রিকেট লিগের শেষ ম্যাচ দিয়েই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই বাংলাদেশি ব্যাটসম্যান।

নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ডানহাতি এই ব্যাটসম্যান লিখেন, আগামীকাল প্রথম শ্রেণীর ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাব। দোয়া করবেন।

অর্থাৎ বিকেএসপিতে এনসিএলের ফাইনাল রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে খুলনা বিভাগের ম্যাচটি হতে যাচ্ছে অভিজ্ঞ এই ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

বাংলাদেশের জার্সিতে পাঁচ টেস্টের পাশাপাশি ৪১ ওয়ানডেতে মাঠে নেমেছেন তুষার ইমরান। ওয়ানডে ক্রিকেটে ডানহাতি এই ব্যাটসম্যানের নামের পাশে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি।

২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হলেও ঘরোয়া ক্রিকেটের একজন সফল ব্যাটসম্যান তিনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রানের দেখা পেলেও জাতীয় দলের জন্য আর বিবেচিত হননি ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার ৯৭২ রানের মালিক তুষার ইমরান। এর মধ্যে রয়েছে ৩২টি সেঞ্চুরি এবং ৬৩টি হাফ সেঞ্চুরি। এছাড়াও লিস্ট-এ ক্যারিয়ারে ডানহাতি এই ব্যাটসম্যানের সংগ্রহ ৪ হাজার ৪৩৯ রান।