আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান দলকে নেতৃত্ব দেবেন। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।
বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়মের সংবাদ সম্মেলন কক্ষে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
প্রথমবারের মতো বিশ্বকাপে ডাক পেয়েছেন ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ ও এবাদত হেসেন। এছাড়া সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দলে থাকা সাব্বির রহমানও সুযোগ পেয়েছেন। তবে সৌম্য সরকারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ।
স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, সৌম্য সরকার।