প্রচ্ছদ ›› খেলা

মিরাজ-সাকিবের স্পিন ঘুর্ণিতে ২৭৬ রানে থামলো জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২১ ২০:৪৫:০১ | আপডেট: ৩ years আগে
মিরাজ-সাকিবের স্পিন ঘুর্ণিতে ২৭৬ রানে থামলো জিম্বাবুয়ে

সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে ২৭৬ রানের গুটিয়ে গেলো জিম্বাবুয়ে। স্বাগতিকরা শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ৫১ রানে। প্রথম ইনিংসে ৪৬৮ রান করে বাংলাদেশ। হারারে টেস্টে ১৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে টাইগাররা।

বল হাতে বাংলাদেশের সেরা মেহেদী হাসান মিরাজ। ৫ উইকেট পেয়েছেন ডানহাতি অফস্পিনার। ৮২ রানে ক্যারিয়ারের অষ্টম ৫ উইকেট তুলে নেন। সাকিবের ঝুলিতে গেছে ৪ উইকেট। ১টি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

শুক্রবার হারারেতে একমাত্র টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন দুর্দান্ত ছিল জিম্বাবুয়ের। ওপেনার কাইতানোর সঙ্গে দারুণ এক জুটি গড়েন জিম্বাবুইয়ান ক্যাপ্টেন ব্রেন্ডন টেইলর। দুজনে মিলে গড়েন ১১৫ রানের জুটি। তৃতীয় দিনের প্রথম সাফল্য এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ভয়ংকর হয়ে ওঠা ব্রেন্ডন টেইলরকে ফেরান তিনি। ৮১ রান করে আউট হন টেইলর।
 
অন্যপ্রান্তে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন ওপেনার কাইতানো। ৪ নম্বরে নামা মেয়ার্সের সঙ্গে গড়েন ৪৯ রানের জুটি। ২৭ রান করা মেয়ার্সকে সাজঘরে পাঠান সাকিব। এরপর মারুমাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব। পরের ওভারেই তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন রয় কাইয়া।
 
পঞ্চম উইকেট পতনের পর ইনিংসের নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশের হাতে। এরপর বল হাতে রীতিমত প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছেন সাকিব ও মিরাজ। একমাত্র উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেগিস চাকাভা ছাড়া বাকিরা শিকার হয়েছেন দুই স্পিনারের। 
 
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে সব উইকেট হারিয়ে ৪৬৮ রান। মাহমুদউল্লাহ করেন ১৫০ রান। এছাড়া লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫ ও মুমিনুল হক করেন ৭০ রান।
 
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে ৪ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। ২টি করে উইকেট নেন ডোনাল্ড তিরিপানো ও ভিক্টোর নায়ুচি। এছাড়া ১ উইকেট করে নেন রিচার্ড নাগারভা ও মিল্টন শুম্ভা।