বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের মুকুট ধরে রাখলো নেপাল।
মঙ্গলবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারায় তারা।
পাঁচ সেটে গড়ানো ম্যাচটি নেপালের মেয়েরা জিতে নেয় ২৬-২৪, ২৪-২৬, ২৫-১৫, ২২-২৫, ১৫-১০ ব্যবধানে।
২০১৯ সালে এই প্রতিযোগিতার প্রথম শিরোপা জিতেছিল নেপাল।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিরগিজস্তানকে ৩-০ সেটে হারায় শ্রীলঙ্কা। টানা তিনটি সেট ২৬-২৪, ২৫-১৬ ও ২৫-২২ ব্যবধানে জিতে নেয় তারা।
বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন ওমেনস ভলিবল চ্যালেঞ্জ কাপ- ২০২১
তৃতীয় স্থান নির্ধারণী: শ্রীলঙ্কা ৩-০ কিরগিজস্তান (২৬-২৪, ২৫-১৬, ২৫-২২)
ফাইনাল: নেপাল ৩-২ উজবেকিস্তান (২৬-২৪, ২৪-২৬, ২৫-১৫, ২২-২৫, ১৫-১০)