প্রচ্ছদ ›› খেলা

মেসির ৫ গোলে আর্জেন্টিনার বড় জয়

ক্রীড়া ডেস্ক
০৬ জুন ২০২২ ১০:৫৫:৫৬ | আপডেট: ৩ years আগে
মেসির ৫ গোলে আর্জেন্টিনার বড় জয়
সংগৃহীত

লিওনেল মেসির দাপুটে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে হারিয়ে বিশাল জয় পেল আর্জেন্টিনা। দলের হয়ে একাই ৫টি গোল মেসি করেন।

রোববার রাতে স্পেনের এল সাদর স্টেডিয়ামে ইউরোপের তুলনামূলক দুর্বল দেশটির মুখোমুখি হয় জেতা আলবিসেলেস্তারা।

এদিন খেলার অষ্টম মিনিটে মেসির পেনাল্টি থেকে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর প্রথমার্ধের নির্ধারিত শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বিরতির পর দ্রুতই নিজের হ্যাটট্রিক পূরণ করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। জাতীয় দলের হয়ে এটি তার অষ্টম হ্যাটট্রিক। এরপর খেলার ৭১ ও ৭৬ মিনিটে আরও দুটি গোল করে এস্তানিয়াকে গোল বন্যায় ভাসান পিএসজি তারকা।

আর্জেন্টিনার হয়ে এটি মেসির ৮৬তম গোল। আন্তর্জাতিক ফুটবলে এখন তার চেয়ে বেশি গোল আছে কেবল তিন জনের; ক্রিস্তিয়ানো রোনালদো, আলি দাই ও মোখতার দাহারির।