মদকাণ্ডে জাতীয় দল ও ক্লাবে নিষিদ্ধ হয়েছিলেন শেখ মোরসালিন। আর্থিক জরিমানায় সেটি থেকে রেহাই পেয়ে গত ম্যাচে খেলেছিলেন বদলি হিসেবে। মঙ্গলবার লেবাবনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশেই নামেন তিনি। প্রথমে পিছিয়ে পড়া বাংলাদেশ সেই মোরসালিনের গোলেই রুখে দেয় আইসিসি র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননকে।
বসুন্ধরার কিংস অ্যারেনায় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হয় ম্যাচ। উচ্চতার কারণে খেলার শুরুর দিকে লেবাননের সঙ্গে পেরে উঠছিল না বাংলাদেশ। তবে খেলার সময় যত গড়িয়েছে তত ছন্দ খুঁজে পেয়েছে বাংলাদেশ। একাদশে ফেরা মোরসালিন-ফাহিমদের সমন্বয়ে তৈরি হয় বেশ কয়েকটি সুযোগ। তবে লেবাননের গোলমুখ ভেদ করা যায়নি। দারুণ দক্ষতা দেখান বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ভুল করে বসে বাংলাদেশের রক্ষণভাগ। দারুণ খেলতে থাকলেও মাজেদ ওসমানের গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজরা। স্টেডিয়ামের দর্শকরা তখন পড়েন হারের শঙ্কায়।
তবে ম্যাচে ফিরতে দেরি হয়নি বাংলাদেশের। ৭২ মিনিটে বাংলাদেশি দর্শকদের মুখে হাসি ফোটান সেই মোরসালিন। বল পেয়ে দারুণ গতিতে আক্রমণে উঠে দূরপাল্লার এক শটে লেবাননের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চল থেকে ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। অন্যদিকে ফিলিস্তিনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে লেবানন।