প্রচ্ছদ ›› খেলা

ম্যাথুজ-চান্ডিমালের সেঞ্চুরিতে বড় লিডের পথে শ্রীলংকা

ক্রীড়া ডেস্ক
২৬ মে ২০২২ ১৬:২৯:৩৫ | আপডেট: ৩ years আগে
ম্যাথুজ-চান্ডিমালের সেঞ্চুরিতে বড় লিডের পথে শ্রীলংকা
সংগৃহীত

ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিডের পথে সফরকারী শ্রীলংকা। দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্ডিমালের জোড়া সেঞ্চুরিতে রানের বড় সংগ্রহ করছে সফরকারী দলটি।

বৃহস্পতিবার চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ১৫৫ ওভারে ৫ উইকেটে ৪৫৯ রান করেছে শ্রীলংকা। ৫ উইকেট হাতে নিয়ে ৯৪ রানে এগিয়ে লংকানরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৮২ রান করেছিলো শ্রীলংকা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫৮ ও দিনেশ চান্ডিমাল ১০ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের প্রথম সেশনে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন ম্যাথুজ-চান্ডিমাল। তাই প্রথম সেশন শেষে শ্রীলংকার রান ছিলো ৫ উইকেটে ৩৬৯। ৫ উইকেট হাতে নিয়ে ৪ রানে এগিয়ে ছিলো লংকানরা। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিলো ৩৬৫ রান।

দ্বিতীয় সেশনেও দাপট অব্যাহত রাখেন ম্যাথুজ ও চান্ডিমাল। আর এই সেশনেই সেঞ্চুরি তুলে নেন দু’জনে। চা-বিরতি পর্যন্ত ম্যাথুজ ১২৩ ও চান্ডিমাল ১২০ রানে অপরাজিত আছেন।

ম্যাথুজের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা এবং চান্ডিমাল ১০টি চার ও ১টি ছক্কা মারেন। বাংলাদেশের সাকিব আল হাসান ৩টি ও এবাদত হোসেন ২টি উইকেট নেন।