ইউক্রেন অনুর্ধ্ব ২১ দলের মিডফিল্ডার আন্দ্রি ক্রাভচুক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর শরণার্থী হিসেবে বৃটেনে আশ্রয় নিয়েছেন তিনি। ম্যানচেস্টার সিটির বয়স ভিত্তিক দলের সাথে অনুশীলন করার অনুমতি পেয়েছেন ২৩ বছর বয়সী তরুণ এই মিডফিল্ডার।
ম্যানচেস্টার ক্লাব কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার প্রথমবারের মত সিটির সাথে অনুশীলনে নামবেন ক্রাভচুক।
ক্রাভচুক বলেছেন, ‘দলের সাথে অনুশীলনের সুযোগ করে দেবার জন্য আমি ম্যানচেস্টার সিটির কাছে কৃতজ্ঞ। গত কয়েক সপ্তাহ বেশ কঠিন সময় পার করেছি। কিন্তু মাঠে ফেরার আনন্দে সব ভুলে গেছি।’
ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু হবার সময়টিতে ক্রাভচুক টরপেডো মস্কোর সাথে তুরষ্কে একটি অনুশীলন ক্যাম্পে ছিলেন।