প্রচ্ছদ ›› খেলা

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২২ ২১:২১:০৭ | আপডেট: ২ years আগে
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক শাহাদাত

আগামী ১০ সেপ্টেম্বর শুরু হওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসরের ভেন্যু ও দলগুলোর স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আসরটিতে বিশ্বব্যাপী অবসরপ্রান্ত তারকা ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেবেন।

আগামী ১০ সেপ্টেম্বর শুরু হওয়া আসরটি ২২ দিন মাঠে গড়াবে।

প্রথম আসরের মতো এবারও অংশ নিচ্ছে ভারত লিডেন্ডস, অস্ট্রেলিয়া লিডেন্ডস, শ্রীলংকা লিজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, বাংলাদেশ লিজেন্ডস ও ইংল্যান্ড লিজেন্ডস। তবে এবার নতুন দল হিসেবে যুক্ত হলো নিউজিল্যান্ড লিজেন্ডস।

ভারতের কানপুর, রায়পুর, ইন্দোর ও দেরাদুনে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যেখানে কানপুরে উদ্বোধানী ম্যাচ ও রায়পুর দুটি সেমিফাইনাল এবং ফাইনাল গড়াবে।

এদিকে অন্য দলের মতো বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে থাকছেন সাবেক পেসার শাহাদাত হোসেন।

বাংলাদেশ লিজেন্ডস: শাহাদাত হোসেন (অধিনায়ক), আবদুর রাজ্জাক, আলমগীর কবির, আফতাব আহমেদ, আলোক কাপালি, মামুন-উর-রাশেদ, নাজমুস সাদাত, ধীমান ঘোষ, ডলার মাহমুদ, খালেদ মাসুদ, মোহাম্মদ শরীফ, মেহরাব হোসেন, ইলিয়াস সানি, মোহাম্মদ নাজিমউদ্দিন, আবুল হাসান, তুষার ইমরান।