প্রচ্ছদ ›› খেলা

শুরুতেই তাসকিনের আঘাত

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২২ ০৯:২৭:৫৫ | আপডেট: ২ years আগে
শুরুতেই তাসকিনের আঘাত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ সূচনা করলো বাংলাদেশ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই প্রোটিয়া শিবিরে আঘাত হেনেছে টাইগাররা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন তাসকিন।

প্রথম ওভারের শেষ বলে তিনি দুর্দান্ত সুইংয়ে পরাস্ত করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে। বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের নুরুল হাসান সোহানের গ্লাভসে ধরা পড়েন বাভুমা (২)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৮ রান। কুইন্টন ডি কক ৫ আর রাইলি রুশো ১ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।