টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। যেখানে টস জিতে লংকানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
মঙ্গলবার পার্থে সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়েছে।
আসরে সুপার টুয়েলভে দুদলই একটি করে ম্যাচ খেলেছে। তবে স্বাগতিক অস্ট্রেলিয়া বড় ব্যবধানে হেরে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল লংকানরা।
কোভিড আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার একাদশে নেই স্পিনার অ্যাডাম জাম্পা। তার বদলে নেয়া হয়েছে অ্যাশটন অ্যাগারকে। লংকান একাদশে ফিরেছেন পাথুম নিসাঙ্কা।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজেলউড।