প্রচ্ছদ ›› খেলা

সাকিবকে ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২১ ১৬:৪০:৪৬ | আপডেট: ৩ years আগে
সাকিবকে ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। কিন্তু হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের একাদশে নেই সাকিব আল হাসান। এই প্রথম সাকিবকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ খেলছে বাংলাদেশ দল।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর। এরপর মাঠে একে একে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি আসর।

শুরু থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। খেলেছেন সাকিব আল হাসানও। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিটি ম্যাচ খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এবারের বিশ্বকাপেও শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন সাকিব। রাউন্ড ওয়ানের তিন ম্যাচের পর সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচও খেলেছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই ম্যাচেও একাদশে থাকতেন সাকিব। কিন্তু টানা ৩১ ম্যাচ খেলার পর ছেদ পড়ল সেই ধারায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে হ্যামিস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ৩২ ম্যাচের সবকটির অংশ এখন কেবল মুশফিকুর রহিম। এছাড়া ৩২টি ম্যাচের মধ্যে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ২৯ ম্যাচ।

সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি তিলকরত্নে দিলশানের দখলে। শ্রীলঙ্কার হয়ে ৩৫ ম্যাচ খেলেছেন সাবেক এই ক্রিকেটার। এছাড়া পাকিস্তানের শহীদ আফ্রিদি ৩৪টি ও ভারতের মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ৩৩টি ম্যাচ।