প্রচ্ছদ ›› খেলা

সাবিনার হ্যাটট্রিক, ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৫:০৩ | আপডেট: ২ years আগে
সাবিনার হ্যাটট্রিক, ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ।

শুক্রবার দুপুর সোয়া ১টার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। এদিন অধিনায়ক সাবিনা খাতুন একাই করেন তিন গোল।

ম্যাচের শুরুর পর ১ মিনিট ৩৪ সেকেন্ডেই গোল পেয়ে যায় বাংলাদেশ। মনিকা চাকমার থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সিরাজ জাহান স্বপ্না।

১৭ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে দূরূহ কোণ থেকে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাবিনা।

বিরতির ৯ মিনিট পর অধিনায়ক সাবিনা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন। এরপর একেবারে শেষ মুহূর্তে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। তাতে ৮-০ গোলের বিশাল জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।