প্রচ্ছদ ›› খেলা

স্থগিত পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২১ ০৯:৪৫:২৫ | আপডেট: ৩ years আগে
স্থগিত পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

আগেই শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) অনুরোধে এ সিরিজটি স্থগিত করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের সমস্যা, কাবুলের ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত এবং অন্যান্য সমস্যার কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজটি স্থগিত করার অনুরোধ করেছে।

জানা যায়, দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২২ সালে সুবিধাজনক সময়ে এই সিরিজটি আয়োজন করবে।

এদিকে শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে। ইতোমধ্যে দেশটিতে ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। যদিও একদিন আগে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারদের তারা ভিসা দিয়েছে এ সিরিজ আয়োজনের জন্য। কিন্তু উদ্ভুত সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর আর হচ্ছে না সিরিজটি।