প্রচ্ছদ ›› খেলা

হাতে তিন সেলাই, নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত জয়

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি ২০২২ ১৬:০৪:১৩ | আপডেট: ৩ years আগে
হাতে তিন সেলাই, নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত জয়

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষেও চালকের আসনে রয়েছে বাংলাদেশ দল। চতুর্থ দিন শেষে বাংলাদেশের চেয়ে ১৭ রান এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এমন স্বস্তির মধ্যেও অস্বস্তি বয়ে এনেছে মাহমুদুল হাসান জয়ের ইনজুরি।

মঙ্গলবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পান মাহমুদুল হাসান জয়। তৃতীয় ও চতুর্থ আঙুলের ফাঁকে বলের আঘাত লাগায় সেখানে পড়েছে তিনটি সেলাই।

চতুর্থ দিনের খেলা শেষে জানা গেল, মাউন্ট মঙ্গানুই টেস্টে আর খেলা হচ্ছে না জয়ের। এমনকি আগামী ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত হয়ে পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটসম্যান।

নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।

তিনি জানান, জয়ের চোট তৃতীয় এবং চতুর্থ আঙুলের মাঝখানে। এতে তিনটি সেলাই দেয়া হয়েছে। মাহমুদুল এখন সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকবেন। ইতোমধ্যেই তাকে প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে।

এর ফলে ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে ৪৫৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে ২২৮ বলে ৭৮ রানের দারুণ ইনিংস খেলেন জয়। এটাই তার ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া তরুণ এই ব্যাটসম্যানের এভাবে ছিটকে যাওয়াটা বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদই বটে।

এর আগে জয়ের ৭৮ রানের ইনিংসের পর অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাসের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের ৩২৮ রান টপকে ১৩০ রানের লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এবাদত হোসেন ও তাসকিন আহমেদের দাপুটে বোলিংয়ে মাত্র ১৩৬ রানে ৫ উইকেট হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। চতুর্থ দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান।