হারারে টেস্টের তৃতীয় দিনেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৭৬ রানে থামিয়ে দেওয়ার পর বাংলাদেশ ১৯২ রানের লিড পেয়েছিল। সেই লিড আরও বড় অংকে নিয়ে যাওয়ার কাজটা তৃতীয় দিনের শেষ সেশনে অনেকটাই শুরু করেছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম।
শনিবার চতুর্থ দিনের শুরুতেও দারুণ খেলেছেন দুই তরুণ ওপেনার। ৪৩ রানে সাইফ বিদায় নিলেও পাঁচ মাস পর টেস্টে ফিরেই ফিফটি তুলে নিয়েছেন সাদমান।
চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ পেয়ে গেছে ৩৬১ রানের লিড।
প্রথম ইনিংসে ২৭৬ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের দৌড় হয়তো এর মধ্যেই বুঝে ফেলেছেন মুমিনুলরা। আজ অন্তত দ্বিতীয় সেশন পর্যন্ত ব্যাটিং করেই লিডটা ৪০০ রানের ওপরে না নিয়ে যে বাংলাদেশ ইনিংস ঘোষণা করবে না, তা ধারণা করে নেওয়াই যায়!
৪৫ রানে চতুর্থ দিন শুরু করা সাইফ-সাদমান শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন জিম্বাবুয়ের পেসারদের। এরপরই খোলস থেকে বেরিয়ে খারাপ বল পেলেই বুঝিয়ে দিয়েছেন মূল্য। নাগারাবার বলে মায়ার্সকে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে সাইফ ৪৩ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার।
১০১ বলে ৫ চারে ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে পৌঁছান সাদমান। সাইফের আউটের পর উইকেটে আসা নাজমুল হোসেন খেলছেন ওয়ানডে স্টাইলে। এ পর্যন্ত ৮৫ বলে ৬৬ রানে করে আছেন অপরাজিত। অন্য প্রান্তে সাদমান ছুটছেন সেঞ্চুরির পথে, অপরাজিত আছেন ৮৭ রানে। এখন পর্যন্ত বাংলাদেশ ১ উইকেট হারিয়ে তুলেছে ২০৪ রান।