প্রচ্ছদ ›› খেলা

হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০২১ ১৭:৩০:০৭ | আপডেট: ৪ years আগে
হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ। ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটে ভর করে সফরকারীদের সামনে রানের পাহাড় দাঁড় করালো স্বাগতিকরা। শুরুতে মার্টিন গাপটিলের ঝড়ের পর টাইগার বোলারদের উপর ঝড় তোলেন তিনবার জীবন পাওয়া অ্যালেন। তার বিধ্বংসী ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৪১ রান করে কিউইরা।

বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে ম্যাচটি শুরু হয় বেলা ২টা ১০ মিনিটে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ১০ ওভার করে কমিয়ে নেওয়া হয়।

টসে হেরে ব্যাট করতে এসে ঝড় শুরু করেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। মাত্র ৩.৪ ওভারে দলীয় অর্ধশতক তুলে নেন তারা। বোলিংয়ে বেশ কয়েকবার পরিবর্তন আনে লিটন দাস। কিন্তু তাতেও থামানো যায়নি গাপটিল-অ্যালেনদের।

ষষ্ঠ ওভারে শেখ মেহেদী হাসানকে প্রথম দুই বলে দুই ছক্কা ও পরে বলে চার মারেন গাপটিল। পরের বলে এই বিধ্বংসী ব্যাটসম্যানকে ফেরান তিনি। আফিফ হোসেনের তালুবন্দি হয়ে ফেরার আগে ১৯ বলে ৪৪ রান করেন তিনি। খানিক পরই রুবেল হোসেনকে চার মেরেই ১৮ বলে অর্ধশতক তুলে নেন অ্যালেন। যদিও এর আগে চতুর্থ ওভারেই ২১ ও ২৯ রানে রুবেল ও সৌম্য সরকারের ক্যাচ ফসকে জীবন পেয়েছিলেন অ্যালেন। ফিফটির পরও অ্যালেনকে ফেরানোর সুযোগ পেয়েছিলেন সৌম্য, এবারও ক্যাচ তালুবন্দী করতে পারেননি তিনি।

নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে আসা গ্লেন ফিলিপসও একের পর ছয়ে রানের চাকা দ্রুত গতিতে এগিয়ে নিতে থাকেন। তবে উইকেটে থিতু হওয়ার আগেই এই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। ৬ বলে ১৪ রান করে সৌম্যর হাতে ক্যাচ তুলে দেন তিনি। দশম ওভারে এসে বিধ্বংসী অ্যালেনকে সাজঘরে ফেরান তাসকিন। ফেরার আগে ২৮ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ বলে ১১ রান করে মিচেল রান আউট হয়ে ফিরলে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৪১ রান।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড- ১৪১/৪ (১০ ওভার) (গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১; শরিফুল ১/২১, মেহেদী ১/৩৪)