প্রচ্ছদ ›› খেলা

১০০ টাকা টিকিটে বাংলাদেশ-ভারত টেস্ট

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২২ ১৮:১৯:০৯ | আপডেট: ২ years আগে
১০০ টাকা টিকিটে বাংলাদেশ-ভারত টেস্ট

বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে আগামী বুধবার শুরু হবে। এই টেস্টে সর্বনিম্ন ১০০ টাকায় চট্টগ্রামের দর্শকরা খেলা দেখতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রামে মঙ্গলবার থেকে ৬ ক্যাটাগরির টিকিট কিনতে পারবেন দর্শকরা। তবে অনলাইনে টিকিট কেনার সুযোগ না থাকায় সরাসরি লাইনে দাঁড়িয়ে কিনতে হবে সমর্থকদের।

সোমবার প্রথম টেস্টের জন্য টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে ছাদখোলা পূর্ব গ্যালারিতে দর্শকরা ১০০ টাকার বিনিময়ে খেলা দেখতে পারবেন। অন্যদিকে পশ্চিম গ্যালারি মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউজ ৩০০ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ৫০০ টাকা। সবচেয়ে মূল্যবান টিকিট গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটি, যার মূল্য ১০০০ টাকা।

দর্শকরা সাগরিকা (বিটাক সার্কেলের কাছে) ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। তবে ম্যাচের দিন সকালে সীমিত সংখ্যক টিকিট মিলবে।