প্রচ্ছদ ›› খেলা

১২২ রানে থামল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
০৯ আগস্ট ২০২১ ২০:০৫:২৪ | আপডেট: ৩ years আগে
১২২ রানে থামল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ছোট পুঁজি গড়েছে টাইগাররা। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১২২ রান তোলে স্বাগতিকরা। জয়ের জন্য অজিদের প্রয়োজন ১২৩ রান।

সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

পুরো সিরিজে ওপেনিং জুটির ব্যর্থতায় শেষ ম্যাচে পরিবর্তন এনে দারুণ শুরু করে বাংলাদেশ। সৌম্য সরকারের পরিবর্তে নাঈম শেখের সঙ্গে ক্রিজে আসেন শেখ মেহেদী হাসান। এই জুটিতে মাত্র ২৭ বলে ৪২ রান তোলে স্বাগতিকরা। পরে মেহেদীকে ফিরিয়ে এ জুটি ভাঙেন অ্যাস্টন টার্নার।

খানিক সময়ের ব্যবধানে বাজে শটে ফেরেন নাঈম। ২৩ বলে ২৩ করা নাঈমকে ফেরান ড্যান ক্রিস্টিয়ান। তৃতীয় ম্যাচের মতো ব্যর্থ হয়ে ফেরেন সাকিব। ২০ বলে মাত্র ১১ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

এরপর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছয় মেরে আশা জাগালেও ১৪ বলে ১৯ করে সাজঘরের পথ ধরেন তিনি।

ছয়ে এসে আজও ব্যর্থ হন নুরুল হাসান। নাথান এলিসের বল ব্যাটের কানায় করে স্ট্যাম্পে নিয়ে এসে বোল্ড হন তিনি। ১৩ বলে করেন মাত্র ৮ রান। ব্যর্থ হন আফিফ হোসেনও। পরের বলে রানআউট হয়ে সাজঘরে ফেরেন সাইফউদ্দিন। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২২ রান।