প্রায় ১ মাসের দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফেরবে বাংলাদেশের ক্রিকেটাররা। একই ফ্লাইটে টিকিট না পাওয়ায় ভিন্ন ভিন্ন ফ্লাইটে দেশে ফিরবে বাংলাদেশ দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ৩ ধাপে ঢাকায় ফিরবে টাইগাররা। ১৩ এপ্রিল সকাল ৮.৫৫ মিনিটে নামবে প্রথম বহর। দ্বিতীয় ও তৃতীয় বহর ১৪ এপ্রিল এসে পৌঁছাবে। দ্বিতীয় দল ঢাকায় নামবে সকাল ৮.৫৫ মিনিটে এবং শেষ দল নামবে বিকেল ৫টায়।
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ৪১৩ রান তাড়া করতে গিয়ে ৩৩২ রানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিনেও বাংলাদেশ মাত্র এক ঘণ্টায় সব উইকেট হারায়।
পোর্ট এলিজাবেথে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানের ব্যবধানে হারার পর ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ দল। সেই স্বপ্নটা আর বাস্তবায়ন করতে পারে নাই টাইগাররা। দ্বিতীয় ম্যাচের হারটা আরও বাজেভাবে হয়। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের জবাবে ২১৭ রানে বাংলাদেশ গুটিয়ে পড়ে। দ্বিতীয় ইনিংসে ৪১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮০ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। এই হারটা আসে ৩৩২ রানের বড় ব্যবধানে।