টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে।
হারারেতে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।
প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচটা অভিজ্ঞ চার ক্রিকেটার তামিম, মুশফিক, লিটন ও মোস্তাফিজকে ছাড়া খেলছে টাইগাররা।
২০ বলে ২৭ রানে মারুমারিকে সাজঘরের পথ দেখান সাইফুদ্দিন। ফিফটি তোলা মাদেভেরে ঝড়ো ইনিংস উপহার দেয়। ৩৬ বলে ৫৪ রানে করে এই ব্যাটসম্যান। সাকিবের বলে বিদায় নেন। আর অন্যপ্রান্ত ২২ বলে ৪৮ রানের তাণ্ডবে ছয়টি ছক্কাই হাঁকান চাকাভা।
সৌম্যের বলে চাকাভার বিদায়ের পর একই ওভারে শূন্য রানে ফেরেন সিকান্দার। ২১ বলে ২৩ করেন ডিওন এবং ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন বার্ল। মায়ার্স রায়ান বার্ল মিলে জিম্বাবুয়ে ১৯৩ রান করেন।
সিরিজটা জিততে ১৯৪ রানের টর্গেটে ব্যাট করছে বাংলাদেশ।