প্রচ্ছদ ›› খেলা

১ রানে জিম্বাবুয়ের কাছে হারলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২২ ২১:০২:০২ | আপডেট: ২ years আগে
১ রানে জিম্বাবুয়ের কাছে হারলো পাকিস্তান

১৩০ রানের স্বল্প পুঁজি নিয়ে পাকিস্তানকে ১ রানে হারাল জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান তোলে জিম্বাবুয়ে। প্রথমে মনে হয়েছিল স্বল্প রানের টার্গেট খুব সহজেই উতরে যাবে পাকিস্তান। কিন্তু মাঠের খেলাই যেখানে শেষ কথা সেখানে মনে হওয়ায় কিছু যায় আসে না।

ব্রাডস ইভান বাবর আজমকে ফেরানোর পর ব্লেসিং মুজারাবানি ফেরান রিজওয়ানকে। ভাঙনের পর হাল ধরার চেষ্টা করেন শান মাসুদ। লুক জংয়ের শিকার হয়ে ফেরেন ইফতেখার। শাদাব খানকে ফিরিয়েছেন সিকান্দার রাজা।

হায়দার আলির পর থিতু হওয়া শান মাসুদকেও ফেরান সিকান্দার। তারপর চলে মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে মোহাম্মদ নওয়াজের ম্যাচ বাঁচানোর চেষ্টা। তবে সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি, নওয়াজ সাজঘরে ফেরার পর শেষ ওভারের শেষ বলে ১ রানে হেরেছে পাকিস্তান।