প্রচ্ছদ ›› খেলা

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২১ ১৮:২৫:৩৮ | আপডেট: ৩ years আগে
২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে ভারত। বাংলাদেশ ও ভারত যৌথভাবে আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপের এই আসরটি।

মঙ্গলবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নতুন এফটিপিতে বেশ কয়েকটি বৈশ্বিক আসর রয়েছে। ২০২৪ সাল থেকে পরবর্তী আট বছরের জন্য এফটিপিতে থাকা সব বৈশ্বিক আসরের আয়োজক দেশ চূড়ান্ত করেছে আইসিসি।

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ৮ বছরে অনুষ্ঠিত হবে আটটি টুর্নামেন্ট। এর মাঝে রয়েছে ‘বাতিলের খাতা’য় চলে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিও। কারণ ২০১৭ সালের পর আর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়নি। কিন্তু নতুন এফটিপিতে ফিরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফিরিয়ে আনা হয়েছে।

আগামী ৮ বছরে অনুষ্ঠেয় টুর্নামেন্টগুলোর মধ্যে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি। এর মধ্যে ৬টি টুর্নামেন্ট আয়োজন করার জন্য বিড করেছিল বাংলাদেশ।

এর মধ্যে দুটি ওয়ানডে বিশ্বকাপ, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চেয়েছিল বিসিবি। এমনকি ২০২৫ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করার ব্যাপারে বেশ আশাবাদী ছিল বাংলাদেশ।

তবে এককভাবে কোনো টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পায়নি বাংলাদেশ। বরং ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেয়েছে বিসিবি।

এর আগে ২০১১ সালে সর্বশেষ বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। সেবার ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে বিসিবি। দীর্ঘ ২০ বছর পর ফের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার মর্যাদা পেল বাংলাদেশ।

একনজরে আইসিসির বৈশ্বিক আসরের আয়োজক দেশের তালিকা-

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ – ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ – পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ – ভারত ও শ্রীলঙ্কা

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ – দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া

আইসিসি টি-টোয়েন্তি বিশ্বকাপ ২০২৮ – অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৯ – ভারত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০৩০ – ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০৩১ – ভারত ও বাংলাদেশ