হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে ব্রেন্ডন টেইলরের দল। পেসার শরিফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়ে সংগ্রহটা বেশি বড় করতে পারেনি।
রোববার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে স্বাগতিকরা।
সিরিজ নিজেদের করে নিতে বাংলাদেশের চাই ২৪১ রান। জিম্বাবুয়ের দেয়া ২৪১ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা।
ম্যাচটি জিততে পারলে ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।
নিয়ন্ত্রিত বোলিং দিয়ে জিম্বাবুয়ের বড় অংকের রানের লাগাম টেনে ধরে তামিম-সাকিবরা। ক্যারিয়ার সেরা বোলিং করে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার শরিফুল। সাকিব নেন ২ উইকেট। সাইফউদ্দিন, তাসকিন ও মিরাজ প্রত্যেকেই নেন একটি করে উইকেট।