প্রচ্ছদ ›› খেলা

৩৫ শেষ করল বাংলাদেশ ক্রিকেটের স্তম্ভ মুশফিকুর রহিম

ক্রীড়া ডেস্ক
০৯ মে ২০২২ ১৪:০০:৪৪ | আপডেট: ৩ years আগে
৩৫ শেষ করল বাংলাদেশ ক্রিকেটের স্তম্ভ মুশফিকুর রহিম
সংগৃহীত

৩৬ বছরে পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা মুশফিকুর রহিম। আজ ৯ মে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের গ্রুপ পর্বের ঐতিহাতিক ম্যাচে মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ের ভিডিও ক্লিপ পোস্ট করে মুশফিককে শুভেচ্ছা জানায় আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা সেই ভিডিও'র ক্যাপশনে লিখেছে, বাংলাদেশ ক্রিকেটের স্তম্ভ আজ ৩৫ শেষ করল। ২০১৫ বিশ্বকাপে মুশফিকুর রহিমের গুরুত্বপূর্ণ ইনিংসে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় বাংলাদেশ।

১৯৮৭ সালের ৯ মে নিজ জেলা বগুড়ায় জন্মগ্রহণ করেন মুশফিক। জাতীয় দলের হয়ে ২০০৫ সালে টেস্টে অভিষেক হয় ডানহাতি তারকা এ ক্রিকেটার। এরপর ২০০৬ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে টাইগারদের জার্সিতে নামেন তিনি। এখন পর্যন্ত এই ব্যাটার ৮০টি টেস্ট, ২৩৩টি ওয়ানডে ও ১০০টি টি-টোয়েন্টি খেলেছেন।