৩৬ ঘণ্টার জন্য ঢাকায় এসে পৌঁছেছে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি।
বুধবার সকাল এগারোটার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিশ্বকাপের ট্রফি। কোকাকোলার চার্টার্ড ফ্লাইটে এসেছে ট্রফিটি।
আজ বিকালে রাষ্ট্রপতির বাসভবনে নেওয়া হবে ট্রফি। সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবনে ট্রফিটি যাওয়ার কথা রয়েছে।
জানা যায়, আগামীকাল ৯ জুন আর্মি স্টেডিয়ামে ট্রফিটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে সবাই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ নাও পেতে পারেন।
বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে ফিফার কমার্শিয়াল পার্টনার কোকা-কোলার মাধ্যমে। তারাই মূলত এ ব্যবস্থাপনা করেছে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোকা-কোলার সঙ্গে যৌথভাবে কাজ করছে।
এর আগে ২০১৩ সালে ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছিল।