প্রচ্ছদ ›› খেলা

৫০০ গোলের মাইলফলকে রোনালদো

নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৬:৪৬ | আপডেট: ২ years আগে
৫০০ গোলের মাইলফলকে রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

মক্কার কিং আবদুল আজিজ স্টেডিয়ামে আল-ওয়েহদার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে আল-নাসর। দলের হয়ে ৬১ মিনিটেই একাই ৪ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যদিয়ে লিগ ম্যাচে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সিআর সেভেন।

বৃহস্পতিবার রাতে আল-ওয়েহদার বিপক্ষে মাঠে নামে আল-নাসর। ম্যাচের ২১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এর মধ্য দিয়ে স্পর্শ করেন লিগ ম্যাচে ৫০০ গোলের মাইলফলক। এর পর ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমটি করেন ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে; আর দ্বিতীয়টি করেন ডান প্রান্ত থেকে। দুবারই তার নিখুঁত শট পরাস্ত করতে ব্যর্থ হন আল-ওয়েহদার গোলরক্ষক। বিরতির পর বিপক্ষ দলের খেলোয়াড় ডি-বক্সের ভেতর বলে হাত লাগিয়ে বসলে পেনাল্টি উপহার পায় আল-নাসর। সফল স্পটকিকে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।

খেলার ৬১ মিনিটে ওয়েহদার জাল আরও একবার বিধ্বস্ত করেন পর্তুগিজ তারকা। এবার তিনি মাঝমাঠ থেকে দ্রুত ছুটে এসে পরাস্ত করেন ওয়েহদার গোলরক্ষক আব্দুল কুদ্দুসকে। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

সব মিলিয়ে স্পোর্টিং সিপি, ম্যানইউ, রিয়াল, য়্যুভেন্তাস ও আল-নাসরের হয়ে পেশাদার লিগ প্রতিযোগিতায় তার গোলসংখ্যা এখন ৫০৩। বিশ্বের পঞ্চম ফুটবলার হিসেবে এ মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার আগে এ ক্লাবে নিজেদের নাম লিখিয়েছেন পেলে (৬০৪), রোমারিও (৫৪৪), জোসেফ বিকান (৫১৮) ও পুসকাস (৫১৪)।

এদিকে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে একের পর এক সমালোচনা শুনে আসছিলেন রোনালদো। আল-ইত্তেফাকের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে পাননি গোলের দেখা। সৌদি সুপার কাপের ম্যাচে আল-ইত্তিহাদের সঙ্গে তার উপস্থিতিতেও ১-৩ গোলে হেরে আসর থেকে ছিটকে গেছে আল-নাসর। সে ম্যাচ শেষে সৌদি আরবের এক সিনিয়র সাংবাদিক গণমাধ্যমে পর্তুগিজ তারকার প্রতি বিদ্রূপ করে বলেন, ২০০ মিলিয়ন খরচ করে তারা শুধু রোনালদোর উদ্‌যাপন দেখছেন, গোল দেখছেন না।