টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। যেখানে ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে অজিরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮৯ রান করেছে অস্ট্রেলিয়া।
২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। টিম সাউদির বলে ব্যক্তিগত ৫ রানে বোল্ডন হন ডেভিড ওয়ার্নার। আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ ১৩ রান করে মিচেল স্যান্টনারের শিকার হন। আর তুলে মারতে গিয়ে ১৬ রানে সাউদির দ্বিতীয় শিকার হন মিচেল মার্শ।
স্যান্টনারের বলে দুর্দান্ত ক্যাচে মার্কাস স্টোয়নিসকে (৭) ফেরান গ্লেন ফিলিপস। স্টোয়নিস অফ সাইডে তুলে মারলে লম্বা লাফ দিয়ে ক্যাচটি নেন ফিলিপস। এই স্পিনারের তৃতীয় শিকার হন টিম ডেভিড। ১১ রান করা এই ব্যাটার লেগ সাইডে সজোড়ে ব্যাট চালালেও বাউন্ডারিতে ক্যাচ নেন জেমস নিশাম।
এর আগে প্রথমে ব্যাট করা নামা নিউজিল্যান্ড ডেভন কনওয়ের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে।
শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর একটায় ম্যাচটি মাঠে গড়িয়েছে। যেখানে টস জিতে কিউদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। উদ্বোধনী জুটিতে ৪.১ ওভারে ৫৬ রান তোলেন এই ওপেনাররা। তবে দলীয় হাফসেঞ্চুরির পর জস হ্যাজেলউডের বলে বোল্ড হন অ্যালেন। মাত্র ১৬ বলে এই ডানহাতি ৫টি চার ও ৩টি ছক্কায় ৪২ রান করেন।
এরপর দলীয় শতকের পর বিদায় নেন কেন উইলিয়ামসন। ১৩তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ২৩ রানে কিউই অধিনায়ক অ্যাডাম জাম্পার বলে এলবি হন। কনওয়ে-উইলিয়ামসন জুটি ৫৩ বলে ৬৯ রান তোলে। ১১তম ওভারেই দলীয় শতকের দেখা পায় নিউজিল্যান্ড।
মাঝে গ্লেন ফিলিপস (১২) হ্যাজেলউডের বলে তাকেই ক্যাচ দিয়ে দ্রুত ফেরেন। তবে একপাশ আগলে রেখে জেমস নিশামের সঙ্গে ফের জুটি বাধেন কনওয়ে। এবার তারা ২৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। বাঁহাতি ওপেনার কনওয়ে ৫৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৯২ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে নিশাম ১৩ বলে ২৬ রানের হার না মানা ইনিংস খেলেন।
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হ্যাজেলউড। তিনি ৪ ওভারে ৪১ রানে ২টি উইকেট নেন। একটি উইকেট পান জাম্পা।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলেছে। যেখানে অজিরা ১০টি জিতেছে। আর কিউইরা জিতেছে ৪টিতে। একটি ম্যাচ টাই হয়েছে।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।