চলতি বছরের অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ ক্রিকেট দল। এসময় লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশি যুব ক্রিকেটাররা।
রোববার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ যুব ক্রিকেট দল। সবগুলো ম্যাচই কঠোর জৈব-সুরক্ষা বলয়ে অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাকি ম্যাচ চারটি যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে সিরিজের ভেন্যু এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি।
সম্প্রতি নিজেদের ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি চার দিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ ক্রিকেট দল। সেখানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জিতলেও চারদিনের একমাত্র ম্যাচটিতে হেরেছে বাংলাদেশি যুবারা।