অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।
শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টানা ৪ ম্যাচ ধরে ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। এ ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার। ১০ বলে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। তবে গত ম্যাচের মতো আজও ইনিংস বড় করতে ব্যর্থ হন তিনি। তার ব্যাট থেকে আসে ২১ বলে ১৫ রান।
সাকিব আউট হওয়ার পর খুব দ্রুত আরো ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এলবিডব্লিউর ফাঁদে পড়ে টি-টোয়েন্টি অধিনায়ক মাহামুদউল্লাহ ও নুরুল হাসান সোহান ফিরে যান প্যাভিলিয়নে। এরপর নাইম শেখের ইনিংসের সমাপ্তি ঘটে ৩৬ বলে ২৮ রান করে।
শেষ দিকে আফিফ হোসেন খানিক আশা জাগান। কিন্তু ১৭ বলে ২০ রান করা এ ব্যাটসম্যানকে ফেরান অ্যাস্টন অ্যাগার। শেষ ওভারে এক ছয় ও এক চারের মারে ১৪ রান তুলে দলীয় সংগ্রহ ১০০ পার করান ১৬ বলে ২৩ রান করা মেহেদী হাসান। শেষের দুই বলে দুই ব্যাটসম্যানকে ফেরান টাই। এতেই নয় উইকেট হারিয়ে ১০৪ রান তোলে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সোয়েপনার ও অ্যান্ড্রু টাই।
বাংলাদেশের একাদশ:
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ:
অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডেরমট, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক, উইকেটকিপার), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, ড্যান ক্রিশ্চিয়ান, জস হ্যাজেলউড ও অ্যান্ড্রু টাই।