অলিম্পিক আরচারির ছেলেদের রিকার্ভ এককের এলিমিনেশন রাউন্ডে জয় পেয়েছেন রোমান সানা। এই জয়ের সুবাদে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছেন দেশসেরা এ আরচার।
মঙ্গলবার ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে রোমান সানার প্রতিপক্ষ ছিলেন ব্রিটেনের টম হল। সেখানে তাকে ৭-৩ সেট পয়েন্টে ধরাশায়ী করেন রোমান সানা।
এদিন নিজের ১৫টি তীরের মধ্যে ৬টিতেই পূর্ণ ১০ পয়েন্ট স্কোর করেছেন ৩২ বছর বয়সী এই আরচার।
দ্বিতীয় রাউন্ডে কানাডিয়ান প্রতিপক্ষ ক্রিস্পিন দুয়েনাসের বিপক্ষে মাঠে নামবেন রোমান সানা।