ওয়াইল্ড কার্ড নিয়ে টোকিওর টিকিট পেলেন বাংলাদেশের আর্চার দিয়া সিদ্দিকী।
রোমান সানার পর আর্চারির আরেক ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিবৃতিতে জানানো হয় অন্য তিন দেশের তিন অ্যাথলেটের সঙ্গে দিয়াও ওয়াইল্ড কার্ডের জন্য মনোনীত হয়েছেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
প্রথম কোনো বাংলাদেশি আর্চার হিসেবে দুই বছর আগেই অলিম্পিক নিশ্চিত করেছিলেন রোমান সানা। সম্পূর্ণ নিজের যোগ্যতায় জায়গা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালের জুনে আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জেতায় জায়গা মিলে তার।