প্রচ্ছদ ›› খেলা

আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩ ১৭:৪৮:১০ | আপডেট: ২ years আগে
আইপিএল ছেড়ে দেশে ফিরলেন লিটন
লিটন কুমার দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। আগামীকাল শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলা কলকাতা নাইট রাইডার্সের।

তবে এর আগেই জরুরি পারিবারিক কারণে ভারত থেকে বাংলাদেশে ফিরে এসেছেন কেকেআর ওপেনার লিটন দাস। বিষয়টি জানিয়েছে কলকাতা কর্তৃপক্ষই।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলকাতা ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘পরিবারের জরুরি চিকিৎসাজনিত কারণে আজ (শুক্রবার) সকালে বাংলাদেশে ফিরে গেছেন লিটন দাস। কঠিন সময়ে তার ও তার পরিবারের সঙ্গে সবসময় আমাদের শুভকামনা থাকবে।’

আইপিএলে এখনো পর্যন্ত এক ম্যাচ খেলেছেন লিটন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচে চার মেরে নিজের আইপিএল যাত্রা শুরু করেন বাংলাদেশের এই ওপেনার। তবে সেদিন ওই চার রানেই থামে লিটনের ইনিংস। এরপর আর কোনো ম্যাচে তাকে খেলায়নি কলকাতা।