প্রচ্ছদ ›› খেলা

আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২২ ১৩:৫৩:১২ | আপডেট: ২ years আগে
আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স
প্যাট কামিন্স | সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেটের কড়া সূচির কারণে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলবেন না প্যাট কামিন্স।

মঙ্গলবার এক টুইট বার্তায় এমনটি জানিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক।

আইপিএলে কামিন্স কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। তার ৬টি আইপিএল মৌসুমের মধ্যে ৫টিতেই তিনি কলকাতার হয়ে খেলেছেন। যেখানে আগামী বছর এপ্রিল-মে মাসে আসরটি অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের আগে-পরে আন্তর্জাতিক সূচি থাকায় তিনি সরে আসতে বাধ্য হয়েছেন।

টুইটে কামিন্স লিখেন, আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, কেননা আমাগী বছরের আইপিএলে খেলতে পারছি না। আগামী ১২ মাসে প্রচুর টেস্ট ও ওয়ানডে খেলতে হবে। ফলে অ্যাশেজ ও বিশ্বকাপের আগে কিছুটা বিশ্রাম প্রয়োজন।