চলছে বিশ্বের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। এই ক্রিকেট আসর নিয়ে তুমুল উন্মাদনায় পুরো ক্রিকেটবিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। কিন্তু সেই উন্মাদনা মাত্রা ছাড়িয়ে গেলেই বাধে বিপত্তি। এমনই ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশের এক তরুণ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আইপিএল দেখতে অবৈধভাবে ভারতে প্রবেশে এক তরুণকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা গেছে, ৩১ বছর বয়সী ওই তরুণের বাড়ি নারায়ণগঞ্জে। গত শুক্রবার আইপিএলের ম্যাচ দেখতে অবৈধভাবে তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৩ পরগণায় প্রবেশ করে। এরপরই তাকে আটক করে বিএসএফ।
বিএসএফ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানান, তিনি আইপিএলের ম্যাচ দেখতে মুম্বাই যাচ্ছিলেন। এ জন্য এক দালালকে পাঁচ হাজার টাকা দিয়ে সীমান্ত পেরিয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেই তরুণকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়।